দায়িত্ব নিয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নব নির্বাচিত নেতারা।
বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটরিয়ামে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর ও যৌথ সভায় তারা এ দায়িত্ব গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন গত কমিটির সভাপতি জাকির হোসেন ইমন ও সভা পরিচালনা করেন সেক্রেটারি মোক্তাদির অনিক।
নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে সংগঠন পরিচালনায় নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক, বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাবেক সেক্রেটারি বাকের হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, আল মামুন, নাসিমা আক্তার সোমা, কেএম শহিদুল হক প্রমুখ।
বক্তব্য শেষে পুরনো কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, যুগ্ম-সম্পাদক জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু, দফতর সম্পাদক মনির আহমেদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবীর (কবীর আলমগীর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিক অপু। তবে অসুস্থ থাকায় দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী।
দায়িত্ব বুঝে নেন ১১ কার্যনির্বাহী সদস্য। এরা হলেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রানা, আ. হ. ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনাকালে আগের কমিটির সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কোথাও সফল হয়েছি, কোথাও আমাদের ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে হবে। নতুন কমিটি আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি।’
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মামুন ফরাজী বলেন, ‘জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠনগুলোর মধ্যে অন্যতম ঢাকা সাব-এডিটরস কাউন্সিল। সংগঠনটি সংবাদকর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবে। নব-নির্বাচিত কমিটির কাছে সংগঠনটির সাধারণ সদস্যদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি, সংগঠনের প্রতিটি নেতা সেই প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাবে।’
এছাড়া উপস্থিত ছিলেন মফিজুর রহমান খান বাবু, শাহ মতিন টিপু, মোশারফ হোসেন, সাহেদুল ইসলাম, খন্দকার আলমগীর হোসেন, ইকরামুল হক বিপ্লব, হেদায়াত উল্লাহ মানিকসহ সাবেক ও গত কমিটির নেতারা।
এর আগে গত ১৫ জানুয়ারি সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও গত ২৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।