রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০/০১) প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি। ঢাকা বিভাগীয় কশিনার মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, প্রাঃ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল ছিদ্দিক।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বুলবুল।সেমিনারে শিক্ষার মান উন্নয়নে কি কি বাঁধা,শিক্ষক-অভিভাবক ও ছাত্র এই তিন শ্রেণীর সমন্বয়হীনতা দূরীকরণ, ম্যানেজিং কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালন,সরকারী শিক্ষকদের কিন্ডার গার্টেন স্কুল গুলোর সাথে সম্পৃক্ততা দূরীকরণ,প্রধান শিক্ষকের সঠিক নেতৃত্ব, ছাত্র-ছাত্রীদেরকে নিজের সন্তানের মত ভাবা,স্কুলে অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ,আ’লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব,আ’লীগের যুগ্ন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, অধ্যক্ষ মোঃ ইউনুছ,মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন,আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দামলা সরঃ প্রাঃ বিঃ নাজনিন আক্তার প্রমূখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ।