শেখ মো.সোহেল রানা লৌহজং ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
লৌহজং বেজগাঁও ছত্রিশ ঈদগাহ্ মাঠে ২৯জানুয়ারি খান ব্রাদার্স এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১খ্রিঃ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হাজী মো.কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এবং মো.মোরসেদ খানের সঞ্চালনায়, মো.মিরাজ খান,মো. রয়েল খানের পরিচালনায় "হে তরুণ মাদক ছাড়ো মাঠে আসো" ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.ফারুক ইকবাল মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।হাজী নূর মোহাম্মদ খান, বেজগাঁও ইউনিয়ন সাবেক চেয়ারম্যান।মো.ওফাজ্জল শেখ মেম্বার ১নং ওয়ার্ড,মো.জালাল খান,সাবেক মেম্বার ১নং ওয়ার্ড মো.মাইনুল ইসলাম ভূইয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মো.সরোয়ার শেখ,মো.রুহুল আমিন শেখ,আব্দুল রাজ্জাক খান,আব্দুল সালাম বেপারী,আব্দুল মালেক খান, সাংবাদিক মো.সোহেল রানা, মো.জুয়েল শেখ,মো.মিঠু শেখ মো.সিরাজুল ইসলাম খান প্রমুখ। এসময় ফাইনাল খেলার বিজয়ী হয়েছে মোকাজ্জল হোসেন টিম খেলোয়ার ছিলেন রিফাত, রাকিব বিশিষ্ট ব্যবসায়ী মো.ফারুক ইকবাল মৃধা ও মো.মাইনুল ইসলাম ভূইয়া বিজয়ীদের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন। রানার্স হয়েছে অনয় হাসান টিমের খেলোয়ার তৌফিক,বাধন হাজী মো.কামাল উদ্দিন খান, মো.জালাল খান,মো.ওফাজ্জল মেম্বার রানার্স হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন। এছাড়া স্থানীয় বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি