কালের খবর রিপোর্ট :
কথায় বলে "শখের তোলা আশি টাকা"। সেই কথা মাঝে মাঝে বাস্তবেও রুপ নেয়। এমনটাই ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।
দরিদ্র পরিবারের সন্তান। চাকরি করেন গার্মেন্টসে। তারপরও বিয়ে করেছেন হেলিকপ্টারে চড়ে। সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন।
আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্নপূরন করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ। ১ লাখ ৪৫ হাজার টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য।
শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক তার বোন জামাই, তিন বড় বোন, ভাগ্নিকে নিয়ে হেলিকাপ্টার করে বিয়ে করতে গেছেন। হেলিকপ্টারের বর দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভীড় করেন।
কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সাথে বিয়ে হচ্ছে ফারুকের। বরযাত্রী ২০০ জন গেছেন ট্রলারে করে।
ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিলো নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। দাদার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি