সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
মো: গোলাম মোস্তফা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর :
ময়মনসিংহের নান্দাইলে ট্রেনে কাটা এক অজ্ঞাত পরিচয় নারীর খন্ড-বিখন্ড দেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি দুপর ১২টার দিকে ময়মনসিংহ-ভৈরব রেললাইনের বাহের বানাইল গ্রাম থেকে ওই নারীর বিখন্ডিত হাত, পা, মাথা ও শরীর উদ্ধার করা হয়।
জানা গেছে, আঠারবাড়ি রেল স্টেশনের আওতায় বাহের বানাইল গ্রামে রেললাইনের পাশে ২‘শ গজ দূরে বৃহস্পতিবার ভোরে এক নারীর খন্ড-বিখন্ড লাশ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুরের দিকে কিশোরগঞ্জ জিআপি থানার পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরের বিভিন্ন অংশ একত্রিত করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি এমদাদুল হক জানান, স্থানীয় লোকজন সকালে এই নারীর শরীরের বিভিন্ন অংশ আশপাশের জমিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে লাশের খন্ড-বিখন্ড অংশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে
নিহতের পরিচয় জানা যায়নি।