বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান. কালের খবর :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারী বিকেল ৪টায় পৌরসভার জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড.অনিমেষ রায়, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি সৈয়দ সোহেল রেজা বিপ্লব, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া প্রমুখ। জনসভা পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল।
নির্বাচনী জনসভায় স্থানীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটারের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে সেলিম রেজা লিপনকে আপনাদের কাছে পাঠিয়েছেন। নৌকার জয় মানে, শেখ হাসিনার জয়। তাই আপনারা নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বোয়ালমারী পৌরসভার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন।’
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি