শেখ মো.সোহেল রানা লৌহজং উপজেলা প্রতিনিধি, কালের খবর : মুন্সীগঞ্জ জেলা লৌহজং প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার লৌহজং উপজেলা সংবাদদাতা মো. রমজান হোসাইন খান রকি সেরা সংবাদদাতার সম্মাননা পেয়েছেন। দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকা থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
রমজান হোসাইন খান রকি জানায়, দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. রাসেল রানা করোনাকালে দেশের সকল সংবাদদাতার মধ্যে তাকে শ্রেষ্ঠ সংবাদদাতা হিসেবে চিহ্নিত করেন। এবং এ সম্মাননা দেন।
লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া এবং মুন্সীগঞ্জ জেলা সময় সংবাদ বিডি.কম সাংবাদিক শেখ মো.সোহেল রানা অভিনন্দন জানান। সে সাথে রমজানকে বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশে সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি