ভোট গননা শেষ রাত ১১টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এম আমজাদ হোসেন।২০২১-২০২বছরে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি নির্বাচনে নেগাবান মন্টু-কাজী মিরাজ ও কাজী বাবুল -কাজী আল মামুন নামে দুইটি প্যানেল অংশ গ্রহন করে।
এর মধ্যে কাজী বাবুল-কাজী মামুন এর প্যানেল থেকে বিভিন্ন পদে মোট ১০জন, এবং নেগাবান-কাজী মিরাজ প্যানেল থেকে বিভিন্ন পদে মোট ৭জন নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী কাজী বাবুল পেয়েছেন ৩১ভোট। আর সাধরণ সম্পাদক পদে কাজী আল মামুন পেয়েছেন ৩১ভোট।
যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোফাজ্জেল হোসেন। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন পেয়েছেন ৩৩ ভোট। কোষাধাক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন মোশারেফ হোসেন। তার প্রাপ্ত ভোট ৩৯। প্রতিদ্বন্দ্বী জিয়া শাহীন পেয়েছেন ৩২ ভোট। পাঠাগার সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন রুবেল খান। তার প্রাপ্ত ভোট ৪২। প্রতিদ্বন্দ্বী এম মিরাজ হোসাইন পেয়েছেন ২৯ ভোট। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী সুখেন্দ এদবর পেয়েছেন ৩৮ ভোট। প্রতিদ্বন্দ্বী আযাদ আলাউদ্দিন পেয়েছেন ৩১ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত দেওয়ান মোহন পেয়েছেন ৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বী আরিফিন তুষার পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে বিজয়ী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৪০ ভোট। প্রতিদ্বন্দ্বী এম লোকমান হোসেন পেয়েছেন ৩১ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ্যাড মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, নুরুল আলম ফরিদ, মো. মিজানুর রহমান, কেএম নয়ন, সৈয়দ দুলাল, সাগর বৈদ্য। আজ বেলা ১১টায় ক্লাব মিলনাতয়নে বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।