কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কালের খবর : কুড়িগ্রামে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। বিজয়ের চেতনায় ডিসেম্বর মাসের শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে গেছে। ১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পতাকা তৈরি শুরু হয়েছে। এ কারণে পতাকা বিক্রি বেড়ে গেছে। বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কুড়িগ্রামে পতাকা বিক্রি করছে শরিফুল ইসলাম তিনি লালমনিরহাট সদর থানার বাসিন্দা। পতাকা বিক্রি করতে কুড়িগ্রামে এসেছেন।একটি বাঁশের বাহারিতে করে জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন স্হানে।কেউ কেউ ডাক দিয়ে দেখছেন পতাকা।আকারের সঙ্গে দামে মিললেই কিনে নিয়ে য়াচ্ছেন।পতাকা বিক্রেতা শরিফুল ইসলাম জানান,বিজয় দিবসে বাড়ির ছাদে গাড়িতে, রিকশায়, এমনকি মোটরসাইকেলে লাল সবুজের পতাকা পতপত করে উড়তে থাকে।পতাকা বিক্রি করে আমি গবিত।এ পতাকার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন বিজয়ের মাস এলে পতাকা বিক্রি করি। নিধারিত মাপে কাপড়ের পতাকার পাশাপাশি কাগজ দিয়ে তৈরি পতাকাও বেশ বিক্রি করছি। আকারভেদে ১০থেকে৫০০ টাকা পযন্ত পতাকা বিক্রি হচ্ছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি