শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
মেো কবির হোসেন, কালের খবর :
শহীদ বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সোমবার (১৪/১২) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জান মনির, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, আজাহারুল ইসলাম লালু, তপন চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, সেক্রেটারি নাজমুল হাসান জেমস্ সহ আরো অনেকে। এসময় অতিথিবৃন্দ নবীনগরের “সূর্য সন্তান” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সভা শেষে উপজেলা পরিষদ ফটকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা সংগ্রামে এইদিনে নবীনগর পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। আজকে মৌলবাদের উত্থানে শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুর ভাস্কর্য হুমকির সম্মুখীন । তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।