প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২০, ৮:০৪ পি.এম
হবিগঞ্জে ৩ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কালের খবর
কামরুল হাসান কাজল,হবিগঞ্জ প্রতিনিধি , কালের খবর : হবিগঞ্জের নবীগঞ্জে ও লাখাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় ৩টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।গত মঙ্গলবার ১০ নভেম্বর বিকালে এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সহযোগিতায় ছিল র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইমরান আহমেদ বলেন, নবীগঞ্জের বাংলা বাজার এলাকায় খালেদুর রহমানের গোল্ড স্টার ব্রিকস ফিল্ড ও শফিকুল ইসলামের মেসার্স মাস্টার ব্রিকস ফিল্ড প্রায় ৭ বছর ধরে চলে আসছে। অথচ তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পুরানোর লাইসেন্স নাই। অভিযোগের দায়ে শফিকুল ইসলামকে ৫ লাখ এবং খালেদুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অপর দিকে লাখাই উপজেলার তিতাস ব্রিকস ফিল্ডের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম ভূইয়াকে ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নবীগঞ্জের একটি ইটভাটার অবস্থান আবাসিক এলাকায়। আশপাশে দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। দ্রুত এসব ইটভাটাকে সরিয়ে নেয়ার জন্য এক আদেশ দেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি