মোঃ রফিকুল ইসলাম, তালতলী (বরগুনা) প্রতিনিধি, কালের খবর॥ বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ২নং হেলেঞ্চাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ৫জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নুর মোহাম্মদ মাস্টার ৩হাজার ২৪ ভোট পেয়ে বিসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী মানসুরুল আলম পেয়েছেন ৩হাজার ৯ ভোট। উল্লেখ্য, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যাওয়ায় নির্বাচন কমিশন এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষনা করেন।