রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর
কষ্টে জমানো অর্থে রাস্তা সংস্কার করলেন হাফেজ ওয়াহিদুজ্জামান। কালের খবর 

কষ্টে জমানো অর্থে রাস্তা সংস্কার করলেন হাফেজ ওয়াহিদুজ্জামান। কালের খবর 

দীর্ঘদিন ধরে তিল তিল করে বেশকিছু টাকা জমিয়েছিলেন। উদ্দেশ্য ছিল নতুন মোটরসাইকেল কিনবেন। কিন্তু মোটরসাইকেল না কিনে জনসাধারণের চলাচলের সুবিধার কাজে ব্যয় করলেন সেই টাকা। ইট কিনে দিলেন। আর স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের গ্রামের কর্দমক্ত রাস্তায় ইট-বালু বিছিয়ে চলাচলের উপযোগী করলেন।

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের বাসিন্দা হাফেজ মো.  ওয়াহিদুজ্জামান। তার এই উদ্যোগ নানা মহলে প্রশংসিত হয়েছে। এর আগে তার নেতৃত্বে স্থানীয় আলেমরা করোনায় মৃতদের দাফন করায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। তারা খুলনা অঞ্চলে করোনায় মৃত অর্ধশতাধিক লাশের দাফন করেছেন। এই কার্যক্রম এখনও চলমান রয়েছে।

 হাফেজ মো. ওয়াহিদুজ্জামান ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামের মৃত মো. জনাব আলী মোড়লের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি ‘খেলাফত মজলিস’ নামক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

শরাফপুর ইউনিয়নের কাগজীপাড়া বাজার থেকে কেয়াখালী গ্রামের জসীম উদ্দীন মোড়লের বাড়ি হয়ে আমির হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত অংশে তিন হাজার ইট বিছানো হয়েছে। এরফলে কাঁচা সড়কটি মাত্র দুইদিনের মধ্যে চলাচলের উপযোগী হয়।

এছাড়া দত্তডাঙ্গা গ্রাম, আসাননগর, সেনপাড়া গানী বাড়ির রাস্তা, তৈয়বপুর মেইন রাস্তা, শরাফপুর গোলদার বাড়ির রাস্তা, সাহেবখালী রাস্তা, ঝালতলা রাস্তারও সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে জানান ওয়াহিদুজ্জামান।

মো. ওয়াহিদুজ্জান কালের খবরকে বলেন, সোমবার (৫ অক্টোবর) তিনি স্থানীয় দত্তডাঙ্গা গ্রামে তারই উদ্যোগে একটি মসজিদ নির্মাণ কাজের তদারকি করতে যাচ্ছিলেন। ওই সময় দেখতে পান কয়েকজন নারী গ্রামের কর্দমক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় একজন নারী পা পিছলে পড়ে গেলে তার কাপড় কাদায় ভরে যায়।

তিনি বলেন, তখন সিদ্ধান্ত নেন যে কোনোমূল্যে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার। ভাবতে ভাবতে নিজের মোটরসাইকেল কেনার জন্য গচ্ছিত ৯০ হাজার টাকা দিয়ে ইট কেনার সিদ্ধান্ত নেন।

ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তার করুণ  দশা। সরকারের কাছে এ সব রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

 ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন কালের খবরকে বলেন, এটি অবশ্যই ভালো উদ্যোগ। হাফেজ ওয়াহিদুজ্জামানকে দেখে সমাজের বিত্তবানরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে সরকারের- ‘প্রতিটি গ্রামই হবে শহর’- মিশন ও ভিশন বাস্তবায়ন হবে। মানুষও উপকৃত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com