মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১১ সালে সদর উপজেলার পিরোজপুর-শিয়ালা ঘাটে তুলসীগঙ্গা নদীর উপর ব্রিজটি নির্মাণ করা হয়। ৩০ ডিসেম্বর ব্রিজটির উদ্বোধন করেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রী প্রয়াত জননেতা আব্দুল জলিল। তবে ব্রিজ উদ্বোধনের ৯ বছর পার হলেও ব্রিজটি পশ্চিম দিকে আর রাস্তা নির্মাণ করার উদ্যেগে নেয়নি কোনো বিভাগ।
স্থানীয় চয়েন মুন্সি জানান, জননেতা আব্দুল জলিল মারা যাওয়ায় রাস্তাটি নির্মাণের জন্যে জেলা পরিষদ, এলজিইডি, পৌর সভায় একাধিকবার ধর্ণা দিলেও কোনো বিভাগ এগিয়ে আসেননি। ফলে এক দেড় কিলোমিটার রাস্তার জন্যে ৬/৭ কিলোমিটার ঘুরে নওগাঁ শহরে যেতে হয়।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নওগাঁর নিবার্হী প্রকৌশলী মাকসুদুল আলম জানান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে ব্রিজটি নির্মাণ করা হলেও অধিদপ্তরের নতুন নিয়মে দুই কিলোমিটারের চেয়ে কম রাস্তা নির্মাণ করা সম্ভব নয়। তবে তিনিও দ্রুত যে কোনো বিভাগ থেকে রাস্তাটি নিমার্ণের দাবি জানান।
পৌরসভা মেয়র নজমুল হক সনি জানান, ইত্যেমধ্যে রাস্তাটি নির্মাণে এলজিএসপি প্রকল্পে আওয়ায় জমা দেওয়া হয়েছে। রাস্তাটি দ্রুত নির্মাণ হবে।