প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২০, ১১:৫৩ পি.এম
মোবাইল ফোনে একজন গণমাধ্যমকর্মীকে প্রাননাশের হুমকি। কালের খবর
স্টাফ রিপোর্টার । কালের খবর:মোবাইল ফোনে একজন গণমাধ্যমকর্মীকে প্রাননাশের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে সাংবাদিক মহলে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনার বিবরনে জানাযায় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাছান একটি নিউজের সততা জানতে জনৈক এক ব্যাক্তিকে ফোন করার পর থেকে গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) ০১৭৮৬-১৭১৭৫৪/ ০১৭১০-৯৮৫৮০৩/ ০১৩১১২৫৮১৪ এই তিনটি নাম্বার সহ বিভিন্ন নাম্বার থেকে কে বা কাহারা মেবাইল ফোনের মাধ্যমে ফোন করে প্রাণনাশের হুমকি,ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। জীবনের নিরাপত্তা চেয়ে এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় সাংবাদিক হাসান একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নাম্বার জিডিনং ১৫৭২। পরবর্তীতে এ খবর প্রচার হলে স্থানীয় কতিপয় নেতাদেরকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানান হাসান।
সাংবাদিক হাসান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার (ইছবপুর -নোয়াগাঁও) এর বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক দিগন্তর ও দৈনিক কালের খবরের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সিলেটের দিনকাল ও সিলেটের হালচাল এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি