প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ১১:৪১ পি.এম
সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জন করলেন আইনজীবীগন।
স্টাফ রিপোর্টার।
এক আইনজীবীর জামিন আবেদন গ্রহণ না করায় সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির সভা শেষে তাৎক্ষণিক এমন ঘোষণা দেন নেতৃবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ জানান, মহানগর দায়রা জজ আব্দুর রহীমের আদালতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি আইনজীবী সালেহ আহমদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার মামলার ধার্য তারিখ ছিলো আগামী নভেম্বর মাসে। বৃহস্পতিবার সকালে তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নির্ধারিত তারিখে আসতে বলেন। এ সময় সালেহ আহমদের পক্ষে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবীরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান। এতে আদালত রাজি না হওয়ায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এটিএম ফয়েজ আরো বলেন, আমরা তাৎক্ষণিক সভা করে আগামী রোববার পর্যন্ত মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সোমবার সমিতির আরেকটি সভা রয়েছে, সেই সভায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্নার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সমিউল আলম, আব্দুল গফুর, সারোয়ার আহমদ চৌধুরী আবদাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। সভায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি