প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২০, ১১:০৩ পি.এম
হীন কাজে লিপ্ত থাকার অপরাধে গৌরাঙ্গ দেব নাথ অপুকে নবীনগর প্রেস ক্লাব থেকে স্থায়ী বহিস্কার। কালের খবর
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার ) প্রতিনিধি , কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সদস্য গৌরাঙ্গ দেব নাথ অপুকে নবীনগর প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থায়ী বহিস্কার করা হয়েছে। শনিবার (২৯/০৮) সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫-ধারা-১ এর”খ” উপধারা লঙ্গন করার অপরাধে তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত
গৌরাঙ্গ দেব নাথ অপু তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ক্লাবকে কটাক্ষ করে ক্লাবের দায়িত্বরত সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্লাবের দুই প্রধান ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্ঠায় লিপ্ত ছিলেন। যা ক্লাবের ঐতিহ্য ও ভাবমূতি চরমভাবে ক্ষুন্ন এবং স্বার্থবিরোধী কাজ বলে প্রতিয়মান হয়েছে। যা ক্লাবের গঠনতন্ত্রের স্বার্থবিরোধী ও গঠনতন্ত্র লজ্ঞন। উল্লেখ্য এই নিয়ে তিনি ৩বার ক্লাব থেকে বহিস্কার হলেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি