এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি দীলিপ নাগ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি। তবে সীতানাথ সূত্রধরের অনিয়ম ও দুর্নীতির কারণে জেলার সব তালিকা বাতিল হওয়ার পর নবীনগর কমিটি এখনও বহাল আছে কিভাবে? এ প্রশ্নের জবাবে তিনি কালের খবরকে বলেন,‘আমি একাতো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না। তবে খুব শিগগীরই জেলা কমিটি বসে নবীনগর কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
ত্রাণের তালিকায় হতদরিদ্রদের বদলে নিজের কোটিপতি পুত্রবধূ, ভ্রাতুষ্পুত্র, বোন, ভাগ্নে, শ্যালক, শাশুড়িসহ নিকট আত্মীয় স্বজনের নাম অন্তর্ভূক্ত করার ঘটনায় কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্ত জেলা কমিটিকে শোকজ করেন। এরপরই কেন্দ্র থেকে জেলা কমিটির সব তালিকা বাতিল করে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি