ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় করা মামলা তুলে নিতে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভয়-ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের পরিবারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী ও তার মাকে এই হুমকি দেন অভিযুক্ত সাইফুল ইসলামের ভাই আরিফুল ইসলামসহ তার সহযোগীরা।
এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ছাত্রীসহ তার পরিবারের লোকজন। পরে ওই ছাত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার বিকেলে হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী ও তার মা পাশের এলাকা জয়নগর বাজারে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে এসে সাইফুলের বড় ভাই আরিফুল ও তার সঙ্গে থাকা আরও ৫/৬ জন অপরিচিত যুবক তাদের পথরোধ করেন।
প্রসঙ্গত, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হন অনার্স পড়ুয়া ওই ছাত্রী। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি একই ইউনিয়নের ফতেহপুর গ্রামে। এ ঘটনায় সাইফুলকে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তিনি ধর্ষণের ঘটনা অস্বীকার করেন এবং বিয়ে করতেও অস্বীকৃতি জানান। পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে সালিশ ডাকা হয়। সেখানে অভিযুক্তকে দেড়লাখ টাকা জরিমানা করে ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রী এ রায় না মেনে সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি