প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২০, ২:৪৫ এ.এম
সাংবাদিক অলিউল্লাহ’র উপর সন্ত্রাসী হামলা-মামলায় আরজেএফ’র প্রতিবাদ। কালের খবর
নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ প্রকাশের জেরে দৈনিক দিন প্রতিদিনের সাংবাদিক মো. অলিউল্লাহ’র উপর হামলা করেছে মাদক ব্যবসায়ীর পালিত সন্ত্রাসী গ্রুপ। এছাড়াও সাংবাদিকের কথিত মারধরের অভিযোগও দায়েরের মাধ্যমে তাকে হেনস্থা করারও অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মিজান ও তার গুন্ডা বাহিনীর প্রধান বৃটিশসহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী মিলে ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। রবিবার বিকাল সাড়ে ৪টার সময় মেডিকেল মোড় পুর্ব পাড়া এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক অলিউল্লাহর বাড়িতে এসে এ হামলা চালায়। জানা যায়, সন্ত্রাসীরা গোদাগাড়ী থানাধীন লালবাগ সরমংলা এলাকার বাসিন্দা। উল্টো তারা গতকাল সন্ধার সময় থানায় সাংবাদিকের নামে মিথ্যে মামলা দায়ের করেছে বলেও জানা গেছে।
এ ঘটনায় রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আরজেএফ’র কেন্দ্রীয় সদস্য ও সাংবাদকি অলিউল্লাহর ঘটনাটি প্রসঙ্গে আরজেএফ’র সভাপতি সাহিনুর রহমান সোনা ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সাংবাদিকের কাজ অন্যায়ের প্রতিবাদ করা ও সমাজে সত্যের উন্বেষ ঘটানো। সমাজে আইনের শাসন বজায় রাখতে ও অপরাধীদের অপরাধ উন্মোচন করে বিচারের আওতায় নিয়ে আনার জন্যই সাংবাদিকেরা তার লেখনি শক্তির প্রয়োগ করে। এক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থায় অন্যায় অনিয়ম ও অসামঞ্জস্যতা দূর হয়। সে কারনেই সাংবাদিকদের জাতির বিবেক বলে উল্লেখ করা। কিন্তু জাতির বিবেকে আঘাত হলে সাংবাদিকেরা বসে থাকবে না।’
তারা আরও জানান, ‘সাংবাদিক অলিউল্লাহর উপর যে মিথ্যে অপবাদ দিয়ে হামলা-মামলা করা হচ্ছে সেই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আইন-শৃংখলা বাহিনীর কাছে। অন্যথায়, সকল সাংবাদিক সমাজ এই অন্যায়ের প্রতিবাদ করবে তার লেখনি শক্তি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।’
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি