প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২০, ২:৪৮ এ.এম
দৈনিক কালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, জরিমানা করা হয় দুই লাখ টাকা। কালের খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট, কালের খবর :
দেশের বহুল প্রচারিত দৈনিক কালের খবর পত্রিকায় জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই' শিরোনামে সংবাদ প্রকাশের পর সোমবার অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয় অবৈধভাবে বালু উত্তোলন। জরিমানা করা হয় প্রায় দুই লাখ টাকা। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের নেতৃত্বে সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় জাফলং নদীর জিরোপয়েন্ট, নয়াবস্তি, কান্দুবস্তি ও জাফলং ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জনৈক আবদুস সাত্তারকে ৩০ হাজার টাকা, সেলিম মিয়াকে ৩০ হাজার টাকা, হাসান মিয়াকে ৩০ হাজার টাকা, মানিক মিয়াকে ৫০ হাজার টাকা এবং পলাশ মিত্র, বাদশা মিয়া ও মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত দু'টি নৌকা জব্দ করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ ও বিজিবি সদস্যরা।গোয়াইনঘাট থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের ইসিএ জোন থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, দৈনিক কালের খবর পত্রিকার মাধ্যমে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে বালু উত্তোলনকারীদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা জরিমানা আদায় ও ২টি নৌকা জব্দ করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি