প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২০, ২:২৫ পি.এম
করোনা শেষ হওয়ার ধারে কাছেও নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা | কালের খবর
মহামারী করোনা শেষ হওয়ার ধারে কাছেও নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস।
সোমবার তিনি এ কথা জানান। এ সময় আধানম বলেন, আমরা সকলে চাই ভাইরাস শেষ হোক। কিন্তু বাস্তবে আমরা শেষের ধারে কাছেও নেই। যদিও কিছু দেশ উন্নতি করছে তবু বিশ্বব্যাপী ভাইরাসের গতি ক্রমশই বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান মাইক রায়ান মাইক রায়ান জানিয়েছেন, প্রতিষেধক তৈরিতে উন্নতি হলেও কবে প্রতিষেধক মিলবে তার কোনও নিশ্চয়তা নেই।
ক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানির কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কিছু দেশ আইসোলেশন, দ্রুত পরীক্ষা ও ট্র্যাকিংয়ের মাধ্যমে করোনা লড়াইয়ে সফল হচ্ছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি