লৌহজং প্রতিনিধি :শেখ মো:সোহেল রানা, কালের খবর::
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খানের পর পর দুইবার পরীক্ষা ফলাফল থেকে তিনি আরোগ্য লাভ করেছেন,তিনি বিগত ৩১শে মে করোনা ভাইরাস পজেটিভ হয়ে সেলফ আইসোলেশনে ছিলেন।করোনা কাল ৮মার্চ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান সম্মুখযোদ্ধা হিসাবে জন সচেতনতা ও বিভিন্ন ভাবে সরকারি দায়িত্ব পালন করেন।লৌহজং বিভিন্ন বাজারে যেমন হলদিয়া,কনকনসার,মালিঅংক,বৌলতলী,বালিগাগাও সরকারি আইন স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা নগদ১হাজার থেকে২০হাজার টাকা করে করেন।অনেকের মাজে আবার খাদ্য সামগ্রী বিতরন করতে দেখা যায়।নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান সকল শুভাশিষ্য ও লৌহজং বাসীর প্রতি তার জন্য দোয়া করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।মহান আল্লাহ্তালার দরবারে তিনি শুকুরিয়া আদায় করেন। ইতিমধ্যে লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার,ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,লৌহজং থানা ওসি আলমগীর হোসেন সহ প্রশাসনের বেশ কয়েক জন করোনা জয় করেছেন। উপজেলা সকলের সাথে আলাপ চারিতায় শেখ সোহেল কে বলেন সকলকে সচেতনতা করোনা ভয়ে ভীতি না হয়ে। স্বাস্থ্য বিধি ও সরকারি নিয়ম নীতিমাল অনুসরণের করতে বলেন।আরো বলেন ইনশাআল্লাহ এ করোনা ভাইরাস মহামারী একদিন আমরা বাংলাদেশের মানুষ জয় করবেই।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি