লৌহজং থেকে শেখ মো:সোহেল রানা, কালের খবর : লৌহজং ৫টি ঝুঁকিপূর্ণ বৈইলী ব্রিজে দিয়ে যানবাহন চলাচল।দেশের বৃহওম স্বপনের পদ্মা সেতুর সাথে সংযুক্ত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী লৌহজং বাসির যাতায়াতের প্রধান সড়কের উপর দিয়ে বয়ে যাওয়া বেইলী ব্রিজ ১)বালিগাও, ২)ঘৌলতলি,৩)বলই৪)হলদিয়া ৫)খেতেপার ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে।বালিগাও লৌহজং উপজেলা খালপাড়ার মাঝামাঝি এই ব্রিজের অবস্থান খুবই খারাপ।ব্যস্ত সড়কের মাজে ঝুঁকিপূর্ণ সেতু জন জীবনের ঝুঁকির কারন হয়ে পরেছে,অসংখ গর্তের কারনে চালক ও যাএীদের মাজে দেখা গেছে আতক্র ও উৎকণ্ঠা।যে কোন সময় গর্তেও ভাঙ্ঘা সাইডের মাজে গাড়ি চাকা আটকে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ধারনা করছে এলাকায়বাসী।২৫/৩০বছরের পৃরনে এই ব্রীজ।যদি সংস্কারকাজ না হয় তাহলে বয়াবহ দুঘটনার হতে পারে।সড়ক ও জনপথ বিভাগ (সওজ) একটি সুএে যানাযায় বালিগাও হয়ে মাওয়া দিয়ে ঢাকা যেতে প্রায় ৫২কিলোমিটার টঙ্গীবাড়ী থেকে বালিগাও মাওয়া যেতে১৬ কিলোমিটার পথ পারি দিতে হয়।সরেজমীনে গিয়ে দেখা গেছে এই গুরুত্বপূর্ণ সড়কে বেইলী ব্রিজ গর্ত,তলাফাটা,সাইডে ভাঙ্গা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি