এম আই ফারুক আহমেদ, কালের খবর :
করোনায় একের পর এক অভিনয় ছেড়ে ধর্মে-কর্মে মন দিচ্ছেন অভিনেত্রীরা। সুজানা জাফরের পর এবার নাটকের পরিচিত অভিনেত্রী অ্যানি খান অভিনয় ছাড়ার কথা জানালেন।
অ্যানি বলেন, অভিনয় আর করবোনা এটাই আমার সিদ্ধান্ত। ঘরে থাকবো এখন থেকে। আল্লাহর ইবাদত মশগুল হবো। উনি চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ আমাকে কবুল করুন।
অ্যানি জানান, ‘এক বছর আগে থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেবো ভাবছিলাম। মিডিয়া থেকে একেবারেই দূরে চলে যাবো। কিন্তু সব কিছু গুছিয়ে নিতে সময় লাগছিলো। করোনার এই সময়ে শুটিং বন্ধ হয়েছে। ভাবলাম এটাই উত্তম সময় মিডিয়াকে বিদায় জানানোর।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি