এম এ কাদির চৌধুরী ফারহান,কালের খবর : মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক, সাবেক কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক গোলাম রব্বানী তৈমুর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগত ভাবে শুক্রবার (১৯জুন) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ বাজারের একটি হোটেলে সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন। গোলাম রব্বানী তৈমুর বলেন, করোনা ভাইরাসের এই সংক্রমণ কালে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতেও সাংবাদিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গোলাম রব্বানী তৈমুরের এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো.শাহিন আহমদ, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আশহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম সহ অন্যান্য সাংবাদিকরা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি