নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
কুষ্টিয়ার ইবি এলাকায় ইয়াসমিন খাতুন (২৩) নামে এক গৃহবধূ কে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে,দাবি পরিবারের। ঘটনা ঘটেছে, গতকাল(১৫-৬-২০২০ইং) তারিখ সোমবার সন্ধ্যায়। ঘটনার দিন ঘরের ডাব থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত পরিবারের দাবি শশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে ইয়াসমিনকে হত্যা করে ঘরের ডাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। ৩বছর আগে আব্দালপুর পুলিশ ক্যাম্প পাড়া জামিরুলের পুলিশ ছেলে সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ইয়াসমিনের । বিয়ের পরে গহনা বাবদ ২ লক্ষ টাকা নেন ছেলের পরিবার। যৌতুক লোভি স্বামী পুলিশ কনেষ্টবল মোস্তাফিজুর রহমান যৌতুকের টাকা, মটর সাইকেল এর জন্যই এই হত্যা বলে নিহত পরিবারের অভিযোগ। যৌতুক নিয়ে সংসারে প্রায় সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। এর আগে মোটরসাইকেলের দাবিতে ইয়াসমিনকে শারীরিক র্নিযাতন করে মেহেরপুর বাসা থেকে শশুরবাড়িতে পাঠিয়ে দেয় ওই পুলিশ কনেষ্টবল। ইয়াসমিন একই থানার মাধপুর গ্রামের আবুল হোসেনের তৃতীয় কন্যা। পরিবারের দাবি তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি নিহতের পরিবার।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি