সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : গত ১৩ জুন ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ফয়েজ উদ্দীন নামে এক ব্যাংক কর্মকর্তা। মৃত্যুর একদিন আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার আসা রিপোর্টে দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
এরপর তার বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মৃত ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ্বাসসকষ্ট নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি একটি বেসরকারি ব্যাংকে ঢাকায় চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন। এরপর ওই দিন দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান। বাকি একজন জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।
এ নিয়ে জেলায় মোট ১০৩ জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি