সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বৃহৎ কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠান ‘শিপন কম্পিউটারে’ দুর্র্ধষ চুরি হয়েছে।
সোমবার দিনগত গভীর রাতে মেইন বাসস্ট্যান্ডের ‘লস্কর টাওয়ারের’ দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানটিতে চোরেরা ঢুকে পড়ে। তারা দোকানের প্রায় ১৪-১৫টি তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। তারা সেখান থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা, বেশ কয়েকটি স্মার্ট ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
শিপন কম্পিউটারের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম শিপন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান, সব তালা ভাঙা।
চোরেরা তিনতলার উপরের সিঁড়িঘরের দরজা ভেঙে তার দোতলায় তার কম্পিউটারের দোকানটিতে ঢোকে। এ সময় দ্বিতীয় তলায় থাকা সিসি ক্যামেরা চোরেরা প্রথমে ভেঙে ফেলে। এরপর একেক করে দোকান ও গোডাউনের তালা ভাঙে। তারা দোকানের ঢুকে লকার ভেঙে নগদ টাকাসহ বেশ কয়েকটি স্মার্ট ফোন ও বাটন ফোন নিয়ে গেছে। চোরেরা তালা ভাঙার জন্য ব্যবহৃত দুটি লোহার রড, দুটি লাইট, একটি চাকু তিনতলার ছাদে ফেলে রেখে যায়। পরে পুলিশ এসে আলামত হিসেবে সেগুলো জব্দ করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানার এসআই ইব্রাহিম খলিল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কিছু আলামত উদ্ধার করেছে। এজাহার পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি