স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন কামরানের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এদিকে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। তবে কামরানের ছেলে ডাক্তার শিপলু আহমদ বিকেল ৭ টা ৮ মিনিটে দৈনিক কালের খবর কে বলেন, সিলেট থেকে যে অবস্থায় নিয়ে এসেছি বর্তমানে সেরকমই আছেন। তবে কেন কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছেন আমার বোধগম্য নয়। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন।
এর আগে গত শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে পরদিন শনিবার সকালে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে কামরানকে এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি আছমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন বলে জানান।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি