স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত মা ও মেয়ে খুনের ঘটনায় প্রধান আসামী আজগর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭জুন) মৌলভীবাজার আদালতে আসামীর স্বীকারোক্তি নেয়া হয়। আটককৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. সোহেল রানা দৈনিক কালের খবর কে জানান মৌলভীবাজার জেলা এসপি ফারুক আহমেদের দিকনির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিমের সহযোগীতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে প্রধান আসামী আজগর আলীকে গ্রেফতার করা হয়।
আসামী আজগর আলী খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয় পূর্ব আক্রোশের জেরে সে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে চুলায় ফুক দিয়ে আগুন জালানোর লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে বলে জানায়।
প্রসঙ্গত গত শুক্রবার (৫) ই জুন শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও ইয়াসমিন আক্তার (২৫)।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি