নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বি-বাড়িয়া-৫ নবীনগর আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার বড় ভাই ওরিয়ন গ্রুপের পরিচালক ওবায়দুল করিম জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি জানান, পাঁচ দিন আগে বুলবুলের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো।
সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, ‘‘আমি ঢাকার বাসাতেই আইসোলেশনে আছি।’’ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি