অনলাইন প্রেসক্লাব সভাপতি রতন সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক সোহাগ
কালের খবর ডেস্কঃ তথ্য প্রযুক্তির যুগে অনলাইন পত্রিকা অনন্য ভূমিকা পালন করছে একথা অনস্বীকার্য।বর্তমান করোনা কালে যখন প্রিন্ট মিডিয়া চরম লোকসানের মুখে পড়েছে, তখন বেশির ভাগ পত্রিকা লোকসানের ঘাটতি মেটাতে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই দুঃসময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নিত্যদিনের খবর পৌছে দিতে অনলাইন পত্রিকা আশির্বাদ স্বরুপ। এরই বিশেষ গুরুত্ব উপলব্ধি করে গঠিত হয়েছে কিশোরগঞ্জ অনলাইন প্রেসক্লাব। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ১৩ টি উপজেলায় গঠিত হয়েছে উপজেলা শাখা কমিটি। জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মনোয়ার হোসেন রণি ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ স্বাক্ষরিত তাড়াইল উপজেলা কমিটি গতকাল ২২ মে ২০২০ সন্ধ্যায় ঘোষণা করা হয়।
ছড়াকার,নাট্যকার, অভিনেতা ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন’ (বিডি তালাশ)কে সভাপতি, সাংবাদিক রুহুল আমিন’কে সাধারণ সম্পাদক(দৈনিক আলোকিত সকাল) ও কবি ও কথা সাহিত্যক ওয়াসিম উদ্দিন সোহাগ কে সাংগঠনিক সম্পাদক ( দৈনিক কালের খবর ) করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করে শুক্রবার তাড়াইল অনলাইন প্রেসক্লাব এর অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাক তাড়াইল উপজেলা প্রতিনিধি আলী কায়সার খান কামাল (সহ-সভাপতি), দৈনিক যায়যায়দিন তাড়াইল উপজেলা প্রতিনিধি আবু তাহের মরাজ (সহ-সাধারণ সম্পাদক), বাংলাদেশ নিউজ টাইম তাড়াইল উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল (অর্থ সম্পাদক), কালের নতুন সংবাদ ডটকম তাড়াইল উপজেলা প্রতিনিধি হোসনে আরা পুতুল (দপ্তর সম্পাদক), রিভার বাংলা ডটকম তাড়াইল উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন আজম (সম্মানিত সদস্য) ও তোলপাড় ২৪ ডটকম তাড়াইল উপজেলা প্রতিনিধি কৃষ্ণ দাস রায় (সম্মানিত সদস্য)।
অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি