এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
লকডাউন কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ২৯ এপ্রিল বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে শেখেরচর বাবুর হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চৌধুরী আশ্রাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ আসাদিকুজ্জামান ( রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহি ম্যাজিস্ট্রেট) ও শাহআলম মিয়া সহকারী কমিশনার ( ভূমি) নরসিংদী।
অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন গলি পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের কে সরকারি বিধি -নিষেধ সম্পর্কে অবহিত করে ভবিষ্যতে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে চৌধুরী আশ্রাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ আমরা অভিযান পরিচালনা করেছি বাবুর হাটে এবং মানবিক দিক বিবেচনা করে কাউকে গ্রেফতার বা জরিমানা করা হয়নি। আমরা তাদের সরকারি বিধি -নিষেধ সম্পর্কে অবহিত করেছি। আশা করি তারা আইন মেনে ব্যবসার কার্যক্রম পরিচালনা করবেন।
শেখেরচর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল বাকির চেয়ারম্যান বলেছেন, সরকারের সকল আইন মেনেই ব্যবসায়িক কার্যক্রম চলবে। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে বণিক সমিতি ব্যবস্থা নিবে।
শেখেরচর বাজার ( বাবুর হাট) পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তানবির আহম্মেদ বলেন, পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রেখে বেচা-কেনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা নিয়মিত টহল জোরদার করেছি এবং করোনা ভাইরাসের সংক্রমণ হতে সাধারণ মানুষ কে রক্ষায় দিন-রাত কাজ করে যাচ্ছি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি