কালের খবর ডেস্ক : খোকন একটি গান লিখেছিলেন, ‘এমন একটা আকাশ চাই, যে আকাশে তুমি আমি ছাড়া আর কেউ নাই, যে আকাশে বৃষ্টি আছে, আছে ভালোবাসা, যে আকাশে নেইতো কোনও বৈশাখী ঝড়ের হাওয়া।’ এই আকাশ আপনার এত পছন্দ ছিলো জানতাম না। বৃষ্টিভেজা রাতেই এভাবে আমাদের ফাঁকি দিয়ে আপনি সত্যি সত্যি আপনার প্রিয় আকাশে হারিয়ে গেলেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর রিজেন্ট হাসপাতালের আইসিইউতে মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
নিউজরুমে বিকেল পাঁচটার দিকে আলোচনা হচ্ছিল, খোকন অসুস্থ, রাতে শুনেছি, ‘খোকন আর নেই।’
খোকন সময়ের আলোর সিটি এডিটর ছিলেন। তিনি আমাদের সময়, আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতিসহ বেশ কটি দৈনিকের শীর্ষপদে কাজ করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস, ঢাকা সংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সদস্য ছিলেন।
হুমায়ুন কবির খোকন স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি