কালের খবর ডেস্ক :
গণস্বাস্থ্য কেন্দ্র গত ৪৮ বছর ধরে কাউকে ঘুষ দেয় নি এবং দিবেও না বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের মিলনায়তনে রোববার (২৬ এপ্রিল) তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারের ওষুধ প্রাশাসন অধিদফতর ব্যবসায়িক কারণে জাতির ক্ষতি করছে। নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের (করোনাভাইরাস শনাক্তকরণ) কিট গ্রহণ করেনি সরকার।
আমরা জনগণের স্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করে কিটটি কার্যকর কি-না, তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সরকারিভাবে প্রতি পদে পদে পায়ে শিকল দেয়ার চেষ্টা হয়েছে।
তিনি বলেন, গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট ব্যবহারযোগ্য হয়ে আসুক আর না আসুক, কাউকে ঘুষ দেব না। কিন্তু লড়াই করে যাব।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি