কালের খবর ডেস্ক ঃঃ
বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরই জানা যায় গ্যাব্রিয়েলা নামের এক বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন রামপাল। একসঙ্গেই থাকেন তারা। সম্প্রতি তারা শুটিংয়ের জন্য মুম্বাইয়ের করজতে গিয়েছিলেন। চলতি লকডাউনে সেখানেই আটকে আছেন।
মুম্বাই থেকে মাত্র কয়েক ঘণ্টার রাস্তা করজতে অর্জুনের বাড়ি আছে। শুট চলাকালীনই লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে মহারাষ্ট্রের ওই ছোট্ট শহরে থেকে যাওয়ার পরিকল্পনা করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
অর্জুন জানান, করজতে কোনো কভিড পজিটিভ নেই। তার ছেলে অরিকও খুব ছোট। এই অবস্থায় মুম্বাইয়ে অ্যাপার্টমেন্টে বদ্ধ না থেকে প্রকৃতির মাঝে পরিবারসহ দিন কাটাতে পারছেন বলে অর্জুনও খুশি।
সম্প্রতি অর্জুন সোশ্যাল মিডিয়ায় করজতের বাড়ির ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তার বান্ধবী শুয়ে আছেন কাউচে, আরাম করছেন। সুইমিং পুল, জিম থেকে বোর্ড গেম, সব কিছুর ব্যবস্থা আছে বাড়িতে। সবমিলিয়ে লকডাউনে পারিবারিক জীবন কাটাচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি