এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
রাস্তাঘাটে মানুষজন নেই। চারপাশ অন্ধকার চারদিক নীরব-নিস্তব্ধ। দুয়েকটি গাড়ি মাঝেমধ্যে ছুটে চলছে। করোনা দুর্যোগে এলাকার মানুষ ঘরবন্দি। কোথাও কারও সাড়া শব্দ নেই। এই পরিস্থিতিতে শুক্রবার গভীর রাতে মাধবদী পৌরসভা র বিভিন্ন বাড়িতে ত্রাণ নিয়ে ছুটে গেলেন মাধবদী থানা ছাএলীগের সভাপতি মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহিন । গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে প্রত্যক পরিবারের মাঝে একটি খাবারের বস্তা ধরিয়ে দেন তারা। যেখানে রয়েছে- ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি লবণ, ১কেজি তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
আজ ১৮ এপ্রিল২০২০ শনিবার সকালে এ নিয়ে কালের খবর কে মাধবদী থানা ছাএলীগের সভাপতি মোঃ মাসুদ রানা জানান, অনেক পরিবার যারা কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। কারো কাছে চাইতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশনায়-মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি- মোঃ বেনুজির আহমেদ এর সার্বিক সহায়তায় গভীর রাতে এসে ঐ সব পরিবারের মাঝে ত্রাণ বিরতণ করছি। এতে করে জনসমাগমের ভিড় হবে না। খাবারের অভাবে কেউ অভুক্ত থাকবে না।
এসময় মাধবদী থানা ছাএলীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহিন বলেন, আমরা শিক্ষা শান্তি প্রগতিতে বিশ্বাসী। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে -যে ৩১ দফা ঘোষণা করেছেন তাঁর অংশ হিসেবে -মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তারুন্যের প্রতীক -মোঃ বেনুজির আহমেদ ভাইয়ের পক্ষ থেকে আমরা মাধবদী থানা ছাএলীগ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দি ছি। এতে আমাদেরকে পাশে থেকে সহযোগিতা করছে মাধবদী পৌরসভা ছাএলীগ,মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাএলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাএলীগের নেতৃবৃন্দ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি