বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, কালের খবর :
বিশ্বব্যাংকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করলো। করোনাভাইরাসের মহামারিতে ৬০ বছরে প্রথমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যের কোটায় নামতে পারে বলে সতর্ক করেছে তারা।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক চ্যাংইয়ং রি বলেছেন, ‘বৈশ্বিক অর্থনীতির জন্য এখন চরম অনিশ্চয়তা ও চ্যালেঞ্জিং সময়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলও এর ব্যতিক্রম নয়। এই অঞ্চলে করোনাভাইরাসের বিশাল প্রভাব ফেলবে এবং তা অঘটনপূর্ব।’
তিনি আরো যোগ করেছেন, এই সংকটে বিস্তৃত ও নীতিগত প্রতিক্রিয়া প্রয়োজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও সংস্থাকে সমর্থন দিতে সরকারকে আহ্বান করেছেন এই কর্মকর্তা।
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যে নামলে ২০০৮ সালের আর্থিক সংকটের চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। ওইবার প্রবৃদ্ধি ৪.৭ শতাংশ ছিল।