কালের খবর: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও তৈরীর সরঞ্জামাদিসহ ২ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মজিবুর রহমান ও মোঃ জয়নুল আবেদীন। এ সময় তাদের হেফাজত হতে ২০ লক্ষ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদি ল্যাপটপ, প্রিন্টার মেশিন, কি বোর্ড, মাউস, এন্টি কাটার, স্কেল, সাদা কাগজ, কাঠের ডাইস উদ্ধার করা হয়।
তিনি বলেন, রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে গত ২৩ জানুয়ারি ডিবি’র সিরিয়াস ক্রাইমের একটি দল বাংলাদেশী ৬ লক্ষ জাল টাকাসহ মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে অপর আসামী জয়নুল আবেদীনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১৪ লক্ষ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ঢাকাসহ বিভিন্ন এলাকায় জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে এবং দেশের বিভিন্ন স্থানে উক্ত জাল টাকা সরবরাহ করে। জাল টাকা তৈরি করে তার ১ লক্ষ টাকা বান্ডিল ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে আরো তথ্য উদঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি