সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
নরসিংদী প্রতিনিধি, কালের খবর :
করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব এবং দুস্থ ৫০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন মাধবদী থানা ছাএলীগ।
৫ই এপ্রিল রবিবার নরসিংদী জেলার মাধবদী থানা ছাএলীগের নিজস্ব কার্যালয় থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে ৫কেজিচাউল,১কেজি ডাল,১কেজি তৈল,২কেজি আলু,১কেজি পিয়াজ এবং একটি করে মাস্ক তুলে দেওয়া হয়।
মাধবদী থানা ছাএলীগের আয়োজনে – ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন কমিশনার-সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ,মোঃবেনুজির আহমেদ -সাংগঠনিক সম্পাদক মাধবদী শহর আওয়ামীলীগ,মোঃজাকারিয়া কাউন্সিল- সাবেক সভাপতি নরসিংদী সদর উপজেলা ছাএলীগ, মোঃ খাইরুল ইসলাম খাণ-আহবায়ক মাধবদী থানা কৃষকলীগ,মোহাম্মদ শাহীনুর মিয়া-সভাপতি নরসিংদী সদর উপজেলা তাতীলীগ,মোঃসোহেল রানা-সভাপতি নরসিংদী সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ,বাবু সুখরন্জন- সদস্য সচিব মাধবদী থানা কৃষকলীগ,মোঃ জাকির হোসেন -সাধারণ সম্পাদক নরসিংদী সদর উপজেলা তাতীলীগ, মোঃদেলোয়ার হোসেন -যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী উপজেলা আওয়ামী যুবলীগ,মোঃ মাসুদ রানা -সভাপতি মাধবদী থানা ছাএলীগ,মোঃদেলোয়ার হোসেন শাহীন- সাধারণ সম্পাদক মাধবদী থানা ছাএলীগ,মোঃ শামস্ সুৃমন-আহবায়ক,মাধবদী শহর তাতীলীগ, মোঃমামুন জন-আহবায়ক, মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাএলীগ,মোঃশরিফ হোসেন অপু-যুগ্মআহবায়ক মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাএলীগ,মোঃ ওয়াসিম মিয়া- সদস্য সচিব মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাএলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাএলীগের সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ।