মোঃ তপছিল হাছান কালের খবর : চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় মধ্যে কৃষি জমিতে আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ বাবুল (৪৫) নামের কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মতলব দক্ষিণ উপজেলার পদ্মপাল গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃতঃ লিয়াকত আলীর ছেলে মোঃ বাবুলের সাথে একই বাড়ির মৃত ইউনুস আলীর ছেলে ফয়েজ গংদের বাড়ির পাশে কৃষি জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে বাবুল তার জমির সীমানায় থাকা আগাছা পরিষ্কার করতে গেলে তাকে এসএসের ফায়ব নিয়ে তেড়ে আসে ফয়েজ তিন ভাই এবং ভাড়াটিয়া গুন্ডা বাহিনীরা দাওয়া দেয়। পরবর্তীতে বাড়ির লোক জন ২ পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।
পরে বাবুল তাদের মারমুখি হওয়ার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাতে গেলে পথে মধ্যে তারা (ফয়েজ গং) লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের শিকার বাবুলকে তার পরিবারের লোকজন এসে উদ্বার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি প্রদান করেন।আহত বাবুল বলেন, আমি আমার জমির আগাছা পরিষ্কার করার সময় তারা আমাকে তেড়ে আসে এবং এলাকার মুরব্বিদের জানাতে গেলে তারা আমাকে মারধর করে। ২,পক্ষ ঘটনার বিষয়ে জান্তে চায়লে ফয়েজ মিয়া বলেন, সে (বাবুল) আমার জমির গাছ কাটায় বকা দিয়েছি। কিন্তু তাকে কেউ মারধর করেনি। এদিকে এই ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ বাবুল।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি