মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা কালের খবর : সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পিক-আপের ধাক্কায় বাই-সাইকেল আরোহী নুরুজ্জামান লস্কর নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দূঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শহরের বকচরা গ্রামের বাসিন্দা নুরুজ্জামান সহ ভাটা শ্রমিকেরা সাইকেল চালিয়ে ভোরে বিনেরপোতা এলাকায় লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সার্কিট হাউজ মোড়ে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ নুরুজ্জামানকে বাই সাইকেল ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি