এম আর মাইনউদ্দীন, মাধবদী, কালের খবর :
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা মোতাবেক ২০ মার্চ সন্ধায় নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বাজার মনিটরিং এবং ভ্রামভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌধুরী আশরাফুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোট ০৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আড়তদারকে মোট ৫৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়াও বাজার মনিটরিংকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে বাজার মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে,মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু তাহের দেওয়ান, ওসি(তদন্ত) জনাব সাফায়েত হোসেন পলাশ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি