কালের খবর রিপোর্ট :
সাংবাদিকদের ওপর হওয়ারানিমূলক ডিজিটাল সিকিউরিটি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। রোববার এক বিজ্ঞপ্তিতে ক্র্যাব জানিয়েছে, গত ১২ই মার্চ ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পুরান ঢাকার এক বাসিন্দা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তার আগে গত ৯ই মার্চ ক্র্যাব সদস্য ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আল-আমিনের বিরুদ্ধে শেরে-বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। মানহানির অভিযোগ এনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। এ দুটি ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি