এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
১৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, বসন্ত বরণ, বার্ষিক সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
মান্যবর জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, " হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই এবং এ ক্ষেত্রে জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত শিল্পকলা একাডেমি অনন্য ভূমিকা পালন করতে পারে।
এরপর জেলা প্রশাসক মহোদয় শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগ হতে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি