কক্সবাজার থেকে রাসেদুল ইসলাম মাহমুদ, কালের খবর : কক্সবাজার বিমান বন্দর থেকে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তা মুজিবুল ইসলাম (৪০) কে আদালতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে বিমান যোগে ইয়াবা পাচারের সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও এবিপিএন (১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,কক্সবাজার)
পুলিশ বহির্গমন লাউঞ্জে তল্লাশীর সময় বিমান যাত্রী ওয়ান ব্যাংকের এই কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা যাওয়ার জন্য বিমান বন্দরে ঢুকছিল।
এসময় বিমান বন্দর বহির্গমন লাউঞ্জে তল্লাশি চেকপোস্টে সদর মডেল থানা পুলিশ ও ১৪ এবিপিএন তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন ৪৬০ পিস ইয়াবাসহ মুজিবুল ইসলাম (৪০) কে আটক করে।
ধৃত মুজিব নীলফামারি জেলার ডোমার থানার নীজভোগ ডাবুরী গ্রামের মগবুল হোসনের ছেলে। তিনি ঢাকা কাওরান বাজারস্থ ওয়ান ব্যাংক শাখার সেলস অফিসার পদে কর্মরত রয়েছে বলে জানান।
মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তাকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত কর্তৃক তাকে কারাগারে প্রেরণ করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি