নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আসেন তিনি। এসময় তার সঙ্গে সহধর্মিনী রশীদা হামিদও ছিলেন।
রাষ্ট্রপতি এসময় ওবায়দুল কাদেরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো এবং তিনি বিশ্রামে আছেন।
ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিন কালের খবরকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। রাত সাড়ে আটটার দিকে উনাকে দেখতে হাসপাতালের কেবিনে আসেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি স্যারের শারিরিক অবস্থার খোঁজখবর নেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি