তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে ওয়াসিম উদ্দিন সোহাগ, কালের খবর ঃ
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান এর নেতৃত্বে গতকাল তাড়াইলে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জনা যায়,তাড়াইল বাজারের যানজট কমিয়ে আনা ও এস, এস,সি পরিক্ষার্থীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি না হয়।সে জন্য এই উদ্যোগ নেন তাড়াইল থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান। দেখাযায় ফুটপাতের উপরের পানের দোকান, টং দোকান, হোটেলের বর্ধিত অংশ উচ্ছেদসহ রাস্তার খানা খন্দক সংস্কার করা হয়। এই সময় ওসি মুজিবুর রহমান কে নিজ হাতে রাস্তা মেরামত ও পরিস্কার করতে দেখা যায়।
ওসি মুজিবুর রহমান হ্যান্ড মাইকে ফুটপাত থেকে দোকানপাট সরানোর নির্দেশ দেন। তাছাড়াও আগামীকাল এস এস সি পরীক্ষায় ছাত্র ছাত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা বলেন, এই সময় তিনি এস এস সি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। অনেক পরিক্ষার্থীর অবিভাবক ও ব্যবসায়ীরা ওসির এই কাজকে স্বাগত জানান।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি