কালের খবর নিউজ : রাজধানী ঢাকা সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে আগামী ২৬ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।
ঢাকা উত্তর সিটির নির্বাচনে আবুল কাশেমকে ও ঢাকা দক্ষিণ সিটিতে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি